বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় কাশেম হুজুরের ঘের দখল করে নিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

ডুমুরিয়ায় কাশেম হুজুরের ঘের দখল করে নিয়েছে সন্ত্রাসীরা
এস এম হায়দার আলীঃ
খুলনা জেলার ডুমুরিয়ার বিল পাটলা এলাকায় কাশেম হুজুরের ঘেরের মাছ মেরে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চক্র। স্থানীয় বিএনপি'র নেতা  পরিচয়দান কারী এসকল ব্যক্তিরা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ ৬ আগস্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত মেরেই চলেছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক এবং থানায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। 
ডুমুরিয়ার একটি দাখিল মাদ্রাসার শিক্ষক ও সাহাপুর বাজার জামে মসজিদের দীর্ঘ ২৫  বছরের খতিব আবুল কাশেম তিল তিল করে গড়ে তুলেছেন একটি মাছের খামার। ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর সঙ্গবদ্ধ চক্রটি বিল পাটলা এলাকায় কাশেম হুজুরের ঘের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা প্রতিদিন জাল এবং ভুসি দিয়ে কাশেম হুজুরের ছাড়া লক্ষ লক্ষ টাকার মাছ তারা মেরেই চলেছে। 
কাশেম হুজুর বিষয়টি স্থানীয় থানায় অবৈধ করেছেন এবং সেনাবাহিনীর ক্যাম্পেও বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কোন ফল হয়নি। তিনি এ ব্যাপারে বিএনপির Westfield নেতাদের আসু হস্তক্ষেপ কামনা করেছেন। 
আবুল কাশেম হুজুর জানান এই ঘের করতে গিয়ে  তিনি মাছের খাবারের দোকান সহ ব্যাংক ও অন্যান্য জায়গায় প্রায় ৫০ লক্ষ টাকার দেনা রয়েছেন। সেপ্টেম্বর মাসেএই ব্যাপক লড়তা রাজ করল  মাছ বিক্রি করে এই ঋণ  শোধ হওয়ার কথা। কিন্তু বিধি বাম। সন্ত্রাসীরা সুযোগ বুঝে  এই লুটপাট অব্যাহত রেখেছে। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
0 Comments